শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০২:১৪ am
মাইনুল ইসলাম, গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ী ৩১শয্যা হাসপাতালে কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদানের সেন্টার ৩য় দিনেও চালু হয় নি। এতে করে হাজার হাজার কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহিতা হাসপাতালে টিকা নিতে গেলে নিরাস হয়ে বাড়ি ফিরতে হচ্ছে।
ফলে তাদের কোভিড-১৯ টিকা গ্রহন অনিশ্চত হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় গিয়ে দেখা যায় নিয়মিত টিকাদান কর্মসুচি চালু আছে। কিন্তু কোভিড-১৯ ভ্যাক্সিন সেন্টার চালু নেই। শতশত ভ্যাক্সিন গ্রহিতারা হতাশা প্রকাশ করে বাড়ি ফিরে যাচ্ছে।
গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার (টিএইচ) আনোয়ারুল ইসলাম বলেন, তাদের এখানে কোল্ড চেন ফিরিজ না থাকায় এখানে এখনও তা চালু করা যায় নি। তাদের এখানে নিবন্ধিত রোগিদের কে প্রেমতলি হাসপাতালে টিকা নেওয়ার জন্য বলা হচ্ছে। অনেকে যাচ্ছে, আবার অনেকে অনিছ্ছা প্রকাশ করে বাড়ী ফিরে যাচেছ।
এই সমস্যা দুর করার জন্য তিনি জেলা সিভিল সাজর্নের সাথে যোগাযোগ করেছেন। তিনি অচিরের কোল্ড চেন ফিরিজ তাদের এখানে স্থাপনের আশ্বাস দিয়েছেন। তিনি আরো জানান যে, গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ধারে হওয়ায় এখানে রোগীর সংখ্যা অনেক বেশী হয়।
কিন্তু সেই তুলনায় জনবল সংখ্যা কম। তাছাড়া একটি পুরাতন এ্যাম্বুলেন্সটিও নষ্ট। তাই দ্রুত এখানে এ্যাম্বুলেন্স দেওয়া জরুরী প্রয়োজন।
এবিষয়ে গোদাগাড়ী উপজেলা নিবার্হী অফিসার জানে আলম এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, সমস্যা সমাধানের জন্য রাজশাহী -১ এর সংসদ সদস্য ওমর ফারুখ চৌধুরী ডিও লেটার দিয়েছেন যাতে সমস্যার দ্রুত সমাধান হয়। আজকের তানোর