সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১১:২৪ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলা সদর হতে মাত্র ১ কিলোমিটার রাস্তা গুবিরপাড়া মহল্লার উত্তরে ব্রিজ পর্যন্ত তানোর-চৌবাড়িয়া সড়কের সংস্কার কাজে পানি ব্যবহার না করায় ইটের গুড়ো ধুলোয় পরিনত হয়েছে।
এতে করে উপজেলার উত্তরের মানুষকে তানোর উপজেলা সদরে আসতে ধুলোর সাগরের সাথে যুদ্ধ করতে হচ্ছে। ওই রাস্তায় চলাচলকারী অটো রিকসা, ভ্যান ও ভুটভুটিসহ মটরসাইকেল আরোহীরা ধুলোয হাবুডুবু খাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তানোর-চৌবাড়িয়া সড়কটি সংস্কার কার চলছে। চাপড়া ব্রিজের উত্তর থেকে চৌবাড়িয়ার প্রেট্রোল পাম্প পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ করা হলেও দীর্ঘদিন ধরে তানোর উপজেলা পরিষদ গেট থেকে চাপড়া মোড় পর্যন্ত সংস্কার এখনো শেষ হয়।
ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তাটির কার্পেট তুলে ইট দিয়ে বেড তৈরি করে রাখলেও পিচ দেয়ার কাজ সম্পূর্ণ করেন নি। ফলে, ইটের তৈরি বেড ধুলোই পরিনত হয়েছে। পানি ছেটানোর নিয়ম থাকলেও টিকাদারী প্রতিষ্ঠান পানি ছেটাচ্ছেন না। এতে ধুলোর সাগর পাড়ি দিয়ে উপজেলা সদরে আসতে হচ্ছে জনসাধারনকে। এনিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করা হলেও তাদের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। আকের তানোর