শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১১:১৭ pm
ডেস্ক রির্পোট : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুরের বাসিন্দা শিকলবন্দি মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুন।
গত ২৬ ফেব্রুয়ারি যুগান্তরের অনলাইন সংস্করণসহ কয়েকটি পত্রিকা ও অনলাইন পোর্টালে ‘এক যুগ ধরে শিকল বন্দি সাইফুল’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হয়।
এরপর সোমবার বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন সরেজমিন সাইফুলের বাড়িতে যান। এ সময় তিনি সার্বিক খোঁজখবর নেওয়াসহ তার স্ত্রী মিনা খাতুন ও মা হেলেনা বেগমের হাতে পাঁচ হাজার টাকার একটি চেক তুলে দেন। একই সঙ্গে ৫৫ হাজার টাকা ব্যয়ে একটি স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে ওয়ার্ড কাউন্সিলর বোরহান উদ্দিন, শরিফুন্নেছা শিরিন ও সোনাভান বেগম উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোসা. মারিয়াম খাতুনও তাকে উপজেলা পরিষদের তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা দেন ও শর্তপূরণসাপেক্ষে সরকারিভাবে একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে সাইফুল ইসলামের স্কুলপড়ুয়া দুই সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি জানান। আজকের তানোর