রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৫ pm
ক্রীড়া ডেস্ক : ইতিহাস গড়ার হাতছানি সামনে। আগের ম্যাচেই অবশ্য হয়েছে সেটি। ওই ম্যাচে শুরুটা ধীরস্থির করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পারল না। ইনিংসের শুরুতেই সাজঘরের পথ ধরেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এরপর ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার দেখেশুনেই খেলেন তামিম ইকবাল ও লিটন দাস।
তৃতীয় ওভারে এসেই গড়বড় পাকান তামিম। লুঙ্গি এনগিদির লাফিয়ে উঠা বল সামনের পায়ে এসে খেলার চেষ্টা করেন তামিম। কিন্তু ঠিকভাবে ধরতে পারেননি। ক্যাচ তুলে দেন রিয়াদ মাহরেজের হাতে। ৪ বল খেলে কোনো রান না করেই আউট হয়ে যান তামিম।
আগের ম্যাচে ফিফটি করা সাকিব আল হাসান ক্রিজে আসেন এরপর। কিন্তু তিনিও বেশিক্ষণ ভরসা যোগাতে পারেননি। কিছুটা অতিরিক্ত বাউন্স পাওয়া বলটি তিনি তুলে দেন কাভারে দাঁড়ানো ভেরেইনের হাতে। ৬ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫ রান করেছে বাংলাদেশ। লিটন দাস ১৭ বলে ১০ ও মুশফিকুর রহিম ৮ বলে করেছেন ৩ রান। আজকের তানোর