শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১২:১১ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) এনজিও’র উদ্যোগে গভীর শ্রদ্ধায় উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী পবার পাকুড়িয়ায় আশ্রয় গবেষণা ও ট্রেনিং সেন্টারে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আইডিএফের নির্বাহী পরিচালক জহিরুল আলমের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও লসমী চাকমা। এতে সম্মনীত অতিথি ছিলেন আইডিএফের সাধারণ পরিষদ সদস্য হোসনে আরা বেগম।
এরিয়া ম্যানেজার শফিকুল ইসলামের পরিচালনায় এসময় আইডিএফের উপ-নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দীন, ক্ষুদ্রঋণ প্রকল্পের পরিচালক সেলিম উদ্দীন, জোনাল ম্যানেজার বিজন কুমার সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া একই স্থানে শিশুদের চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা, গল্প বলা ও রচনা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। আজকের তানোর