সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:১৫ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে রাস্তার ধারে (ডোবা-নয়নজলি) জেলা পরিষদের জায়গা জবর-দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।
তানোর পৌর এলাকার তানোর-তালন্দ রাস্তার ধারে বেলপুকুর মোড়ে এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, তারা বাপদাদার আমল থেকে দেখে আসছে এখানে নয়নজোলী (ডোবা) রয়েছে। যার মালিক জেলা পরিষদ।
কিন্তু ক’দিন আগে তালন্দ লোলিত মোহন ডিগ্রী কলেজ অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার এখানে পাকা ইমারত নির্মাণ শুরু করেছে। আবার পৌর এলাকায় যেকোনো স্থাপণা নির্মাণে পৌরসভা থেকে নকশা অনুমোদনের বাধ্যবাধকতা থাকলেও সেটা উপেক্ষা করা হয়েছে বলে আলোচনা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সহকারী শিক্ষক বলেন, অধ্যক্ষরা হলেন রোল মডেল তাদের অনুকরণ করবে শিক্ষক সমাজসহ সাধারণ মানুষ। কিন্ত এটা দু:খজনক ঘটনা।
এবিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বিষ্ণুপদ সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সব নিয়মকানুন মেনে তার জায়গায় ঘর করছেন বলে জানান তিনি। আজকের তানোর