শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:৫৯ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী রেঞ্জ পুলিশ পরিবারের ৬২ জন কৃতী শিক্ষার্থীকে পুলিশ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে রেঞ্জ রিজার্ভ (আরআরএফ) পুলিশ হলে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেন।
রাজশাহী রেঞ্জ পুলিশের আওতাধীন বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা কর্মচারীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদানে কেন্দ্রীয়ভাবে না করে করোনার কারণে এবার বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহীর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বলেন, আজকে যারা সাফল্য পেয়েছ এটাই যথেষ্ট নয়। তোমাদের আরও অনেকদূর যেতে হবে। স্বপ্ন পূরণে নিরলস পরিশ্রম করতে হবে। আমরা চাই তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সিঁড়িগুলো অতিক্রম করবে। তোমরা যেন বলতে পারো, আমার বাবা পুলিশ, আমি বড় হয়ে বাবার মতো পুলিশ হবো।
তিনি আরও বলেন, আজকের এ দিনটি বেশ আনন্দের। পুলিশের পক্ষ থেকে পাওয়া এ বৃত্তি ও সম্মাননা পুলিশ সন্তানদের অনুপ্রেরণা জোগাবে। আগামীতে তোমরা মানুষের মতো মানুষ হবে-এটাই আমাদের কামনা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেঞ্জ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকের তানোর