শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে নাচোল উপজেলা প্রশাসন ।
বৃহস্পতিবার ১৭ মার্চ সকাল থেকে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ পরিষদ মাঠে ৭ দিনব্যাপী উৎসব সুবর্ণ জয়ন্তী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহমেদ ।
এদিন সকাল ৯ টায় পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । এরপর একটি বর্ণাঢ্য র্যালী পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌরমেয়র আব্দুর রশিদ ঝালুখান , উপজেলা সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান , ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মতিউর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছিন্ন সত্তা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ মহানায়কের জীবন চরিত্র শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে। কারণ শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং জাতির কর্ণধার। তাদের জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত করে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে ।
এদিকে দুপুর সাড়ে ১২টায় শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর অসামান্য ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ ৭ দিনব্যাপী “মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার” উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহমেদ। উপজেলা প্রশাসনের ৩৯টি বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মকান্ড স্টলের মাধ্যমে উপস্থাপন তুলে ধরেছেন । আজকের তানোর