শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:১২ pm
সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহীর তানোর পৌরশহরের অর্কিড স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১০টায় পৌরশহরের তানোর বাজারের বরেন্দ্র ভবনে শিক্ষা প্রতিষ্ঠানটির হলরুমে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এরআগে সকাল সাড়ে ৯টায় শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষে বঙ্গবন্ধুর অস্থাায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অর্কিড স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এরফান আলী সরকার, পরিচালক আব্দুল লতিফ আরাফ ও মিজানুর রহমান।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল শারমিন খাতুন, সিনিয়র শিক্ষক শাকিলা শারমিন, সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া, মুনজুর রহমান, অর্পূব, সবুজ, রনি আহম্মেদ, মৌ খাতুন সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
আয়োজিত অনুষ্ঠনে উপস্থিত বক্তারা, অর্কিড স্কুল এন্ড কলেজের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ থাকার অঙ্গিকার করেন। আজকের তানোর