শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৫ pm
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে উপজেলা প্রশাসন আয়োজনে বৃহস্পতিবার সকালে পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এর মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা হলরুমে কেক কাটা, বঙ্গবন্ধুর জীবনীসহ শিশুর স্বাস্থ্য সচেতনতা,পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এসময় অন্যাদেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, মেয়র একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, এ্যাসিল্যান্ড নিয়তি রানী কৈরী, উপজেলা স্বাস্থ্য পঃপঃ ডাঃ আশিকুর রহমান,চারঘাট জোনাল অফিস ডিজিএম রঞ্জন কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান, জেলা আ”লীগ সদস্য সাইফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন, ইউপি চেয়ারম্যানগন, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বাংলার ইতিহাসে একটি গৌরবোজ্জল ও স্মরনীয় দিন। মুজিবশতবর্ষ উপলক্ষ্যে উপজেলা সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক মনিমুল ইসলাম উদ্যোগে সিনিয়র ও জুনিয়র ক্রিকেট টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। আজকের তানোর