রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৪ pm
ক্রীড়া ডেস্ক : মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সঙ্গে বার্সেলোনার চুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল গত কয়েক মাস ধরেই। তবে চূড়ান্ত ঘোষণাটা আসছিল না। অবশেষে মঙ্গলবার মাঝরাতে এসেছে ঘোষণাটা। বিবৃতি দিয়ে বার্সেলোনা ও স্পটিফাই, দুই পক্ষই জানিয়েছে, চুক্তি হয়ে গেছে তাদের।
এর ফলে বার্সার জার্সিতে রাকুটেনের জায়গায় আগামী মৌসুম থেকে দেখা মিলবে স্পটিফাইয়ের নাম। এখানেই শেষ নয়, স্পটিফাইয়ের হাতে স্টেডিয়ামের নামটাও তুলে দিলো বার্সা, আগামী মৌসুমের শুরু থেকে ক্লাবের ঘরের মাঠটির নাম হবে ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’।
স্পটিফাইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘পুরো বিশ্বের শিল্পীদের ওপর পাদপ্রদীপের আলো ফেলতে স্পটিফাই এই জুটিকে ব্যবহার করবে। স্পটিফাই ক্যাম্প ন্যুতে খেলোয়াড় ও শিল্পীদেরকে বৈশ্বিক একটা মঞ্চ দিয়ে এটা সুর ও ফুটবলের দুনিয়াকে একসঙ্গে নিয়ে আসবে।’
বার্সেলোনা জানিয়েছে, নামে স্পটিফাইকে যুক্ত করা হয়েছে দীর্ঘমেয়াদি চুক্তির অংশ হিসেবে। যা চলতি বছর জুলাই মাসে শুরু হবে। এই চুক্তির ফলে আগামী মৌসুমে বার্সেলোনার পুরুষ ও নারী দলের জার্সির মাঝে দেখা মিলবে স্পটিফাইয়ের লোগোর। ন্যু ক্যাম্পের নামটাও যাবে বদলে।
ন্যু ক্যাম্পের পুননির্মাণ প্রকল্প, যা ‘এসপাই বার্সা প্রজেক্ট’ এর অংশ তাতেও সাহায্য করবে স্পটিফাই। এর ফলে স্টেডিয়ামের সুযোগ সুবিধা ও অন্যান্য দিক থেকে বার্সেলোনার এই স্টেডিয়ামকে বিশ্বমানের বিনোদন অভিজ্ঞতার কেন্দ্রে পরিণত হবে বলে আশা করছে ক্লাব কর্তৃপক্ষ। আজকের তানোর