রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:০৯ pm

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
ইচ্ছে গিনেস বুক রেকর্ডে নাম লিখানো ক্যালিগ্রাফি ও হ্যান্ডরাইটিং ছাত্র সিফাতুল্লাহ

ইচ্ছে গিনেস বুক রেকর্ডে নাম লিখানো ক্যালিগ্রাফি ও হ্যান্ডরাইটিং ছাত্র সিফাতুল্লাহ

ডেস্ক রির্পোট : ক্যালিগ্রাফি ও হ্যান্ড রাইটিং এর উপর দেশ বিদেশে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন সিফাতুল্লাহ ইসলাম। তাঁর ইচ্ছে গিনেস বুকে রেকর্ড করা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম হাতের লেখা প্রতিযোগিতায় ৫টি পুরস্কার পেয়েছেন। তাঁর লেখার প্রতিভা দেশ-বিদেশে সুনাম ছড়িয়ে পড়েছে। সিফাতুল্লাহ ইসলাম রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। বাবা শরিফুল একজন স্কুল শিক্ষক। জন্মসূত্রে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্রামের বাসিন্দা কিন্তু বর্তমানে বাস করছেন রহনপুর পৌর এলাকার একটি বাসা বাড়িতে।
জানা গেছে, সিফাতুল্লাহ ছোট বেলা থেকে মেধাবী। বোর্ড পরীক্ষার প্রতিটিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকে বিভিন্ন ধরণের ফন্টের লেখার কৌশল বিষয়ে অবগত হন। শুরু করেন লেখালেখি। চেষ্টা করতে থাকেন,সফলও হয়েছে। পরবর্তীতে তিনি ইউটিউব দেখে ভূলগুলো সংশোধন করেন। এ ছাড়া ক্যালিগ্রাফি লেখাগুলো উপলব্ধি করেন। কিছুদিনের মধ্যে ক্যালিগ্রাফি লেখায় পারদর্শী হয়ে যান। এখন সে ৬ থেকে ৭ রকমের ফন্ট লিখতে পারেন এবং দক্ষতা অর্জন করেছে। সিফাতুল্লাহ রাইটিং একাডেমির ফাউন্ডার ও পধষষরমৎধঢ়যবৎ এবং পধষষরমৎধঢ়যু ধহফ যধহফৎিরঃরহম নিয়ে কাজ করছেন। সাথে শিখিয়ে যাচ্ছেন।
সিফাতুল্লাহ বলেন, পড়ালেখার পাশাপাশি তিনি বিভিন্ন ধরণের ফন্টের লেখার চেষ্টা করি। লিখার সময় প্রথমে সমস্যা হলেও ধীরে ধীরে চেষ্টার সঙ্গে সফল হয়েছেন। তিনি জানান ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় হতে বিভিন্ন ফন্টে লেখার আগ্রহ জাগে তাঁর। চেষ্টা করতে থাকি। করোনা কালীন কলেজ বন্ধ হলে পড়ার ফাঁকে ফাঁকে ক্যালিগ্রাফি হ্যান্ড রাইটিং উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠিত প্রতিযোগিতায় সে জয়লাভ করেন। পুরস্কারসহ সার্টিফিকেট অর্জন করেছেন। ইউটিউব চ্যানেল ও টিকটক অ্যাকাউন্ট হাতের লেখা ভিডিও বানিয়ে দেশ-বিদেশে জনপ্রিয়তা পেয়েছেন। আস্তে আস্তে ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে সে জানান। এ ছাড়া অল্প বয়সে বিভিন্ন হ্যান্ডরাইটিং ইভেন্টে এ বিচারক হিসেবে ও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য। সে চেষ্টা করছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখাতে। এতে সব ধরণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিফাতুল্লাহ।
তাঁর শিক্ষক আশিকুর রহমান সাগর বলেন, ছাত্রাবস্থায় সিফাতুল্লাহ অসাধারণ ক্যালিগ্রাফি ও হ্যান্ড রাইটিং নিয়ে কাজ করে যাচ্ছেন। হাতের লেখাও সুন্দর। এদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিচিতি লাভ করেছেন। তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।
বাবা শরিফুল ইসলাম জানান, ছোটবেলা থেকে তাঁর ছেলে শান্ত প্রকৃতির। অত্যান্ত মেধাবী ছাত্র সিফাতুল্লাহ ইসলাম। সবপরীক্ষায় ভাল ফল করে উত্তীর্ণ হয়। ৮ম শ্রেণিতে বৃত্তি পান। লেখার প্রতি আগ্রহ দেখে চীন ও ভারত থেকে অনলাইনের মাধ্যমে কলম ও কালি কিনে দেয়। ক্যালিগ্রাফি ও হ্যান্ড রাইটিং এর উপর বিভিন্ন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী হয়েছে দেখে বাবা হিসেবে আমি গৌরবান্বিত। ভবিষ্যতে তাঁর সাফল্যের জন্য সকলের সহযোগিতার চেয়েছেন। সূত্র : এফএনএস

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.