মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩৫ am
নিজস্ব প্রতিবেদক : ট্রেন ও রেল স্টেশন ধূমপানমুক্ত করার উদ্যোগ নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে রাজশাহীসহ পাঁচটি রেল স্টেশনকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।
তারপরও রাজশাহী রেল স্টেশনের ‘খান এন্টারপ্রাইজ’ নামের একটি কনফেকশনারি দোকানে সিগারেট বিক্রি করা হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার নিজেই বুধবার সকালে এ অভিযান চালান। তিনিই দোকান থেকে খুঁজে বের করেন সিগারেটের প্যাকেট।
এ সময় রেলের কাছ থেকে দোকান ইজারা নেওয়ার সময় করা চুক্তি ভঙ্গ করে সিগারেট বিক্রি করায় খান এন্টারপ্রাইজের মালিক সোহরাব জামানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আজকের তানোর