সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৩৫ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
দখলবাজ শিক্ষক নিখিলের খুঁটির জোর কোথায়!

দখলবাজ শিক্ষক নিখিলের খুঁটির জোর কোথায়!

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ-কেশরহাট রাস্তার উজল্যাকুড়ি গ্রামে রাস্তার ধারে সরকারি খাস সম্পত্তির গাছ নিধন ও জবর-দখল করে পাকাঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, সরকারি সম্পদ রক্ষায় জনস্বার্থে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি বাদী হয়ে স্কুল শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভুমি) ও কামারগাাঁ ইউনিয়ন ভূমি অফিসে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না বলে ইউপি মেম্বার অভিযোগ তুলেছেন।

অপরদিকে, প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকায় শিক্ষক নিখিলের খুঁটির জোর কোথায় সেটা নিয়েও মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। উঠেছে সমালোচনার ঝড়। সম্প্রতি ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার স্থানীয় ইউপি সদস্য বকুল সরকার বাদী হয়ে শিক্ষক নিখিল রন্জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। কিন্তু জবর-দখল ঠেকাতে স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে নীরবব রয়েছে। এতে এলাকায় চরম অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে, বিরাজ করছে বিস্ফোরণমুখ পরিস্থিতি। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বা খুন-জখমের মতো ঘটনা ঘটতে পারে বলে সাধারণ মানুষ শঙ্কিত হয়ে পড়েছে।

অভিযোগে প্রকাশ, কামারগাঁ ইউপির আমিরপুর মৌজার সরকারি ১ নম্বর খতিয়ানভুক্ত ৪৭১, ৪৭২, ৪৭৩, ৪৭৪ ও ৪৭৬ দাগে ১৫ শতক সম্পতি খাস এবং শ্রেণী ডহর রয়েছে। উক্ত সম্পত্তি জবর-দখল করে গাছ কেটে সেখানে পাকাঘর নির্মাণ করছেন। গ্রামের সুনিল কুমার প্রামানিকের পুত্র স্কুল শিক্ষক নিখিল রন্জন প্রামানিক ও নিহার রন্জন প্রামানিক।

এনিয়ে জানতে চাইলে নিখিল রন্জন প্রামানিক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ছোট দুটি গাছ কাটা হয়েছে এবং সেখানে অল্প কিছু জমি খাস রয়েছে বলে এড়িয়ে গেছেন তিনি।

এবিষয়ে কামারগাঁ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) আব্দুস সাত্তার বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি ইউএনও স্যারকে অবগত করা হয়েছে।

 এব্যাপারে ইউপি সদস্য বকুল সরকার বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও জনস্বার্থে সরকারি সম্পদ যদি রক্ষা করতে না পারি তাহলে আমরা জনগণের কাছে কি জবাব দিবো।

তিনি আরও বলেন, দেশে কি সরকারি সম্পদ রক্ষার কোনো কর্তৃপক্ষ নেই, তাহলে তারা নিরব আছে কেনো। একজন জনপ্রতিনিধি হয়েও যদি সরকারি সম্পদ রক্ষার্থে অভিযোগ ব্যাপারে প্রশাসন নীরব থাকে,  তাহলে সাধারণ মানুষের কি অবস্থা সেটা সহজেই অনুমান করা যায়। 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.