মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৩৫ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ওয়েল্ডিং স্ফুলিঙ্গ থেকে একটি ফোম ও পারটেক্সের গুদামে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কাদিরগঞ্জ দড়িখড়বোনা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, শহিদুল ইসলাম বাচ্চু নামে এক ব্যক্তির মাস্টার এগ্রো অ্যান্ড হার্ডওয়্যারের গুদামের বাইরে সংস্কারের কাজ চলছিল। সেখানে একটি ওয়েল্ডিংয়ের ঝালাইয়ের সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, গুদামে ফোম, পারটেক্স ও আঠাসহ বিভিন্ন দাহ্য পদার্থ ছিল। ফলে আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয়েছে। ৮টি ইউনিট টানা এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর পর ডাম্পিংয়ের কাজ করা হয়। তাৎক্ষনিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আজকের তানোর