রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:১০ pm
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ও গ্যাস আমদানি বন্ধ করার দাবি উঠেছে পুরো বিশ্বে। তবে এ ক্ষেত্রে ইউরোপই সবচেয়ে বেশি অসহায়। কারণ রাশিয়ার তেল ও গ্যাসের ওপরই নির্ভরশীল তারা।
বিষয়টি এবার বেশ খোলাসাভাবে স্বীকার করেছেন জার্মানির অর্থনীতি ও জ্বালানি মন্ত্রী রবার্ট হাবাক।
তিনি জানিয়েছেন, হঠাৎ করে রাশিয়ার জ্বালানি বিশেষ করে গ্যাস আমদানি বন্ধ করলে রাশিয়া নয় জার্মানিরই অনেকে গরিব হয়ে যাবেন, বেকার হয়ে যাবেন।
গণমাধ্যম এআরডিতে এক সাক্ষাতকারে জার্মানির অর্থনীতি ও জ্বালানি মন্ত্রী বলেন, যদি আমরা এখনই রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেই তাহলে সাপ্লাই কমে যাবে এমনকি জার্মানিকে কোনো গ্যাসই থাকবে না।
তিনি আরও জানান, রাশিয়ার গ্যাস বন্ধ করলে অনেকে বেকার হয়ে যাবে, অনেকে গরীব হয়ে যাবে, সাধারণ মানুষকে নিজ ঘরে ঠান্ডার মধ্যে থাকতে হবে, গাড়ির পেট্রোলও ফুরিয়ে যাবে।
জার্মানি তাদের চাহিদার ৫৫ ভাগ গ্যাস, ৫২ ভাগ কয়লা ও ৩৪ ভাগ বিশুদ্ধ তেল রাশিয়ার কাছ থেকে আমদানি করে।
জার্মানি কয়লা ও বিশুদ্ধ তেলের ক্ষেত্রে রাশিয়ার ওপর থেকে নির্ভরতা কমানোর চেষ্টা করছে। কিন্তু হঠাৎ করে গ্যাস আমদানি বন্ধ করে দিলে জার্মানি অচল হয়ে যাবে।
ইউক্রেনে হামলার পর জার্মানির ওপরও চাপ আসছে রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করে দিতে।
কিন্তু জার্মান জ্বালানি মন্ত্রী অসহায় কণ্ঠে জানিয়েছেন, বর্তমানে রাশিয়ার কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ইউরোর জ্বালানি কেনার বিষয়টি অনেক কঠিন, তীক্ত। কিন্তু এখনই তাদের করার কিছু নেই। সূত্র: দ্য গার্ডিয়ান