রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪১ am
শহিদুল ইসলাম, (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনাববগঞ্জের নাচোলে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় পুলিশের সহযোগিতায় মোটরসাইকেলসহ চোরকে আটক করা হয়েছে। সম্প্রতি গেলো শুক্রবার দুপুর ২টা ৩৫মিনিটের সময় নাচোল থানা গেইটের মাইক্রো স্ট্যান্ড থেকে উপজেলার মুরাদপুর গ্রামের আবু বাক্কারের ছেলে ছাত্রদল নেতা আলমগীর কবির কাজল চুরি করে।
তিনি জানান, বাজাজ কোম্পানীর পালশার (নবাবগঞ্জ-ল-১১-১৭১৬) ১৫০সিসির মোটরসাইকেলটি দু’জন চোর চুরি করে পালানোর সময় তৎক্ষনাত জানতে পেরে থানা পুলিশের টহল দলকে জানানো হয়। এসময় ওই চোরকে ধাওয়া করে মাঠপাড়া এলাকা থেকে আটক করেন নাচোল থানার এএসআই মোত্তালেব ও তার সঙ্গিরা।
মোটর সাইকেল মালিক আলমগীর কবির কাজল জানান, তার মোটরসাইকেলটি থানা গেইটের মাইক্রো স্ট্যান্ডে রেখে তার বন্ধুদের সাথে আলাপ করছিলেন। এরইমধ্যে ফিরে দেখেন তার মোটরসাইকেলটি ২ জন অপরিচিত ব্যক্তি নিয়ে পালিয়ে যাচ্ছে। তৎক্ষনাত পুলিশের টহল দলকে খবর দিলে পুলিশ ধাওয়া করে মোটরসাইকেলসহ চোরকে মাঠপাড়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।
পরে প্রাথমিক জিঞ্জাসাবাদে সে শিবগঞ্জ থানার মনাকসা খাশের হাটের সাত রশিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুর রহিম(৩০) বলে স্বীকার করেছে। উল্লেখ্য, ৪ মার্চ নাচোল বিএম মার্কেট চত্বর থেকে বাসস্ট্যান্ডের আবদুল গনির একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল চুরি হয়। আজকের তানোর