শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৩০ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
গোদাগাড়ীতে জ্বালিয়ে-পুড়িয়ে-গুঁড়িয়ে দেয়া হলো ১১ বসতঘর

গোদাগাড়ীতে জ্বালিয়ে-পুড়িয়ে-গুঁড়িয়ে দেয়া হলো ১১ বসতঘর

নিজস্ব প্রতিবদেক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর গ্রামের জালাল উদ্দিনসহ চার পরিবারের ২০ সদস্য পাঁচদিন ধরে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। এই চার পরিবারের ১১টি বসতঘর পুড়িয়ে ও গুঁড়িয়ে দেয়া হয়েছে। গত ৬ মার্চ জমির বিরোধে প্রতিপক্ষরা এই বসতঘরগুলো গুড়িয়ে দেয়।

স্থানীয়রা বলছেন, এ রকম হামলা তারা সিনেমায় দেখেছেন। বাস্তবে দিন-দুপুরে দুই দিন এভাবে হামলা হবে, তা ভাবেননি। কেউ তাদের সামনে যেতে পারেনি। ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে তারা এভাবে হামলা চালায়।

সরজমিনে গিয়ে দেখা যায়, ছোট্ট ডোবার পাশে পুড়ে যাওয়া বড় আমগাছ দিয়ে তখনো ধোঁয়া বের হচ্ছে। বিদ্যুতের তারগুলো ছিঁড়ে নিচে পড়ে আছে। এর পাশে এক টুকরো জমি বিধ্বস্ত; মাটি পর্যন্ত খোঁড়া। এর পাশে শুয়ে ছিলেন জালাল উদ্দিন (৭৫)।

কী হয়েছে, জিজ্ঞেস করলে তিনি কেঁদে ওঠেন। বলেন, ‘এখন তিনি কোথায় যাবেন? কোথায় বিচার দেবেন?’

গত রোববার থেকেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর গ্রামের জালাল উদ্দিনসহ চার পরিবারের ২০ সদস্য খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে ওই দিন সকালে শ খানেক মানুষ এসে জালাল উদ্দিন ও তার ছেলেদের ১১টি আধপাকা ও টিনের ঘরে আগুন দিয়ে তা গুঁড়িয়ে দেয়।

এছাড়াও গত বুধবার দুপুরে মাটি কাটার যন্ত্র নিয়ে এসে বাকি যা ছিল সেগুলোও তছনছ করে দেয়া হয়। সেদিনও আরেক দফা আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় জেলা আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন আদালতে গত ৮ মার্চ মামলা হয়েছে। মামলায় ১০ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলা এজাহার ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৬ সালে ২৪ কাটা জমি গাহানু সরদারের কাছ থেকে ১২ হাজার টাকায় বায়না করেন জালাল উদ্দিন। তখন গাহানু জমি বিক্রির জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কাছে অনুমতির আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে গোদাগাড়ী ভূমি কার্যালয়কে বিষয়টি তদন্ত করে দেখার জন্য বলা হয়। গাহানু কিছুদিন পর মারা যান। এ কারণে তখন জমির কবলা দলিল করা যায়নি। তখন গাহানুর ছেলে জহুর লাল ও মহর লাল প্রাপ্তবয়স্ক ছিলেন না। পরে জহুর ও মহল প্রাপ্তবয়স্ক হলে তাদের কাছ থেকে জমিটি কেনার চেষ্টা করেন। কিন্তু জহুর ও মহর তা মানছিলেন না।

গত ৬ মার্চ সকালে জহুর ও মহর কয়েক শ মানুষ নিয়ে বাড়ি দখল করতে আসে। তাদের হাতে ছিল লাঠি, ফালা, কুড়াল, কোদালসহ দেশীয় অস্ত্র। তারা প্রথমে বাড়িতে ককটেল নিক্ষেপ করে। তখন বাড়ির সদস্যরা ভয়ে অন্য বাড়িতে গিয়ে আশ্রয় নেন।

সেদিন বাড়িঘরগুলো ভেঙে লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে আবার বুধবার দুপুরে ভেকু নিয়ে এসে বাকি যা ছিল সেগুলোও তছনছ করে দেওয়া হয়। সেদিনও আরেক দফা আগুন দেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী লুৎফর রহমান বলেন, দখলকৃত জমি উচ্ছেদ করতে হলে সিভিল কোর্টে মামলা করতে হবে। পরে নোটিশ দিয়ে উচ্ছেদ করতে হবে। কিন্তু তারা যে আদিম-বর্বর কায়দায় জমিটা দখলে নিল, এটা বড় অপরাধ।

জালাল উদ্দিনের স্ত্রী মাহফুজা বেগম বলেন, ৩৬ বছর ধরে তারা এখানে ছিলেন। এত দিন কেউ জমিজমা নিয়ে কিছু বলেনি। হঠাৎ করে এসেই বলে জমি খালি করতে হবে। ১০টি গরু, ২০টি ছাগল, ধান, চাল, শর্ষে, ফ্রিজ এমনকি বাড়ির টিন আর ইটও নিয়ে যায়। এখন আশপাশের মানুষজন যা দিচ্ছে, তাই খেয়ে জীবন কাটাচ্ছেন।

জালালের ছেলে মাহবুর রহমান বলেন, ৩৬ বছর ধরে তাঁরা এ জমির খাজনা পরিশোধ করছেন। পুলিশ মামলা নেয়নি। পরে তাঁরা আদালতে গিয়ে মামলা করেছেন। এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

যোগাযোগ করা হলে জহুর লাল মুঠোফোনে বলেন, তার বাবা টাকা নিয়ে বায়না করেছিলেন। কিন্তু বিক্রি করেননি। জমিটা তাদের। এ কারণে দখল নেওয়ার চেষ্টা করছেন। কাউকে মারা হয়নি, লুটপাটও করা হয়নি।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, কীভাবে জমির দখল নিয়েছে, এটা তারা জানেন না। আর আদালতে মামলা হয়েছে কি না তাও তিনি জানেন না। তবে মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.