মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৫:৩৬ pm
আজকের তানোর ডেস্ক :
জয়পুরহাটে পাওনা টাকা চাইতে গিয়ে প্রকাশ্য দিনের বেলা ভাতিজার হাতে মাসুমা খাতুন (৫৩) নামে তার চাচি নির্মমভাবে খুন হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জয়পুরহাটের সদর উপজেলার তেঁতুলতলি-পাথুরিয়া পূর্বপাড়া গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় ঘাতক ভাতিজা রকিবুল ইসলাম টিটুকে (৩১) আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান হাবিব ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট সদরের তেঁতুলতলি-পাথুরিয়া পূর্বপাড়া এলাকার মৃত সায়েদ আলীর স্ত্রী মাসুমা খাতুন একই এলাকার আবু সুফিয়ানের ছেলে রকিবুল ইসলাম টিটুর কাছে পূর্বে ধার দেয়া পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। তারই একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ভাতিজা টিটু একটি ধারালো দা দিয়ে চাচিকে আক্রমণ করে এবং উপর্যুপরি দায়ের কোপে মারাত্মক জখম করে।
ওই সময় চাচি মাসুমা খাতুনের আর্তচিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দুপুরে নিহত মাসুমা খাতুনের মেয়ে বিউটি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সূত্র : যুগান্তর।