শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪২ am
: অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাটোরের বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হযরত আলীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে লালপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত হযরত আলী উপজেলার দাসগ্রামের মৃত মারেফত আলীর ছেলে।
জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি অধ্যক্ষ হযরত আলী মাদ্রাসায় যান। এ সময় তিনি মোবাইল ফোনে ওই ছাত্রীকে তার উপবৃত্তি সংক্রান্ত কাগজপত্রাদি সংশোধন করার জন্য মাদ্রাসায় আসতে বলেন। কিছুক্ষণ পর ভুক্তভোগী শিক্ষার্থী আসলে অধ্যক্ষের কক্ষে ডেকে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনজন ছেলে জানালা দিয়ে বিষয়টি দেখে ফেললে তিনি ওই ছাত্রীকে ছেড়ে দেন। বিষয়টি কাউকে না জানানোসহ ধামাচাপা দিতে তিনি ওই ছাত্রী ও ঘটনার প্রত্যক্ষদর্শী তিন ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে হুমকি দেন।
অধ্যক্ষ ও তার পরিবারের লোকজনের অব্যাহত হুমকির মুখে তারা বিষয়টি চেপে রাখলেও রোববার ঘটনাটি জানাজানি হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তে বিষয়টির সত্যতা পান। পরে সোমবার ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত অধ্যক্ষ হযরত আলী পলাতক থাকায় র্যাব ও বড়াইগ্রাম থানা পুলিশ তাকে গ্রেফতার করতে অভিযানে নামে।
বুধবার গভীর রাত জেলার লালপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে র্যাব নাটোর ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।