মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৩৯ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বার সমিতির নির্বাচন কেন্দ্র করে ওয়ার্কার্স পার্টি আইনজীবী পরিষদ সংবাদ সম্মেলন করেছে। নির্বাচন উত্তর পর্যালাচনা ও সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ্যাড. সুসানতো সরকার। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১ টায় রাজশাহী বার অ্যাসিয়েশন ভবনের তৃতীয় তলায় লাইব্রেরী রুমের বঙ্গবন্ধু কর্ণারে সাংবাদিক সম্মেলন করা হয়।
এ সময় তারা সাংবাদিকদের কাছে ৮ টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হল-
১. বার সমিতির সদস্যদের বসার জায়গা অপ্রতুল। নির্বাচন বার সমিতির সভাপতি-সাধারন সম্পাদক বসার জায়গায় ব্যবস্থা করা।
২. c.r.o এর বিধান মতে কোর্টের কার্যক্রম পরিচালনা করা।
৩.লিগাল এইড এর সকল মামলার ওকালত নামা দেওয়া।
৪.সকাল ১০ টা হতে ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে কোর্টে জর্জদের বসার ব্যবস্থা গ্রহণ করা।
৫.পেশকার, পিয়ন, জিআরও দের সীমাহীন ঘুষ দুর্নিতি বন্ধ করা।
৬. রাজশাহী বার সমিতির সকল সদস্যদের পক্ষ হতে প্রধানমন্ত্রী এবং মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন ও সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার সহযোগিতা দাবী করেন।
৭. রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী ২০১৬ সালে স্থাপন করলেও বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে নিয়োগ প্রাপ্ত উপাচার্য রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পটি বাস্তবায়নে সামগ্রীকভাবে ব্যার্থতার পরিচয় দিয়েছেন। এর পূর্বের উপচার্য কোন কাজ করতে পারেন নাই। এই ক্ষেত্রে রাজশাহী বাসীর দীর্ঘ দিনের দারি থেকে বঙ্চিত হচ্ছে। সেই কারনে যিনি মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারবেন তাকেই উপচার্যের দায়িত্ব দিয়ে রাজশাহীর গণ মানুষের প্রত্যাশা পূরণ করা।
৮. ওয়াসার পানি বিনামূল্যে রাষ্ট্রে সকল নাগরিকদের পান করানোর জোর দাবি জানানো।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. মামুনুর রশিদ জন, এ্যাড. মোহাম্মদ আলী,এ্যাড. মাহবুবুর রহমান ডলার, এ্যাড. সুসানতো সরকার,এ্যাড. আরাফাত কবির প্রমুখ। আজকের তানোর