বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৮ am

সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা, যা বলছেন মেলানিয়া নেপালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা তানোরে টিসিএফের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রাজশাহীতে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার দুর্গাপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা একাদশে শামসুন্নাহার জুনিয়রকে নিয়ে নামছে বাংলাদেশ দুইদিন পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক রাজশাহীসহ ৮ জেলায় নতুন জেলা প্রশাসক রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ মোহনপুরে সাংবাদিকদের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রচারণা পুলিশ কর্মকর্তা বিজয়-উৎপলকে পেলে মিলবে ডা.কাজেম খুনের রহস্য নগরীতে ১০ পুলিশসহ ৫২ জনের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর মামলা দুর্গাপুরে শ্যামপুরবাসীর উদ্যোগে তাফসিল কুরআন মাহফিল রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালী-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন ভিপি নুর ২০ জন আওয়ামীপন্থি সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া গুলি উদ্ধার রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নগরীতে সড়ক দূর্টনায় শিশুর মৃত্যু, ছাত্র-জনতা বাস ভাঙচুর তানোরে জামায়াতে ইসলামীর আলোচনা ও প্রতিবাদ সভা
টিকা নিলেও মাস্ক ব্যবহার এবং হাতধোয়া চলবে: প্রধানমন্ত্রী

টিকা নিলেও মাস্ক ব্যবহার এবং হাতধোয়া চলবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রির্পোট : বাইরে বের হলে মাস্ক ব্যবহার এবং কিছুক্ষণ বাদে বাদে হাত পরিস্কার করা অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভ্যাকসিন নিলেও এই স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘মাস্কটা ব্যবহার করতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও। এটা মনে করলে হবে না যে, আমি টিকা নিয়েছি তাই একদম নিরাপদ। সবাইকে সাবধানে থাকতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (সোমবার) সকালে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্বকালে সভার প্রারম্ভিক আলোচনায় এ কথা বলেন।
তিনি গণভবন থেকে এবং মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দ সচিবালয়ের মন্ত্রীপরিষদ কক্ষ থেকে ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী টিকা প্রদানকে আরও একটু সহজিকরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘এখন আমার মনে হয় একটু ওপেন করে দিয়ে তাড়াতাড়ি যত দেওয়া যেতে পারে। কারণ, একবার দিয়ে আবার নেক্সট ডোজের জন্য তৈরি হতে হবে।’

তিনি টিকা গ্রহণকারীদের পরিচয় পত্র প্রদানের ওপরও গুরুত্বারোপ করেন।

শেখ হাসিনা বলেন, একটা আইডি কার্ডের মতো থাকতে হবে কারা করোনাভ্যাকসিনটা নিল। এটা দেখিয়ে দ্বিতীয় ডোজটা নিতে হবে এবং সেই আইডেনটিটিটা তাদের কাছে থেকে যাবে, তাহলে কেউ বিদেশে গেলে তারা যে করোনাভ্যাকসিন নিয়েছে তার প্রমাণটা থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, টিকা নেওয়ার বিষয়ে গ্রামাঞ্চলে মানুষের মাঝে এখনো একটু দ্বিধা থাকলেও সেটা চলে যাবে ইনশাল্লাহ।

তিনি বলেন, করোনা টিকার সেকেন্ড ডোজের জন্য ৮ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। লন্ডনে সেভাবেই করা হচ্ছে; এজন্য ১৫ দিনের মধ্যে সেকেন্ড ডোজের টিকা যে নিতে হবে তা নয়, অন্তত তিন মাস পর্যন্ত এ কার্যকাররিতা থাকে, সেকেন্ড ডোজ নেওয়া যায়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা চাচ্ছি দ্রুতই সেকেন্ড ডোজটা দিয়ে দেওয়ার। আমি বলেছি একমাস বা দুইমাসের মধ্যে সেকেন্ড ডোজ দিয়ে এগুলো শেষ করার। কারণ ভ্যাকসিনের যেন ডেট পেরিয়ে না যায় সেটাও দেখতে হবে।

তিনি বলেন, আমাদের বিভিন্ন বাহিনী এবং পরিচ্ছন্নকর্মীদের জন্য টিকা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে এসে তাদের দ্রুত (টিকা) দিয়ে দিতে হবে এবং এটা একটু বলে দিতে হবে (সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে)।

প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের যত পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন, তাদের সবাইকে এই টিকা দিতে হবে।

তিনি বলেন, যারা ফ্রন্ট লাইনার, তাদের আগে দিতে হবে। এরমধ্যে চিকিৎসক বা চিকিৎসার সঙ্গে সম্মৃক্ত যারা, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য বাহিনীগুলো এবং যারা এই কোডিড মোকাবেলায় সক্রিয় ছিল তাদেরকে আগে দিচ্ছি।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি বলেন, তার দলের নেতা-কর্মীরা এবং ছাত্রলীগসহ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ভলান্টিয়াররা জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যথেষ্ট সক্রিয় ছিল, যথেষ্ট কাজ করেছে। আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আক্রান্তও হয়েছে এবং মারা গেছে তারাই সবচেয়ে বেশি। কাজেই তারা রেজিস্ট্রেশন করলে টিকা নিতে পারবে।

‘এখন আরেকটু ওপেন করে দেওয়ার নির্দেশনাও আমি দিয়েছি,’ বলেন প্রধানমন্ত্রী। সূত্র : অনলাইন। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.