সমবার, ১১ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩৫ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ( বিএডিসি) চুক্তিবদ্ধ আলুচাষিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। চলতি মৌসুমে বাজারে আলুর ভাল দাম রয়েছে। আর এই সুযোগে চুক্তিবদ্ধ একশ্রেণীর আলুচাষি সাধারণ খাবার আলু কিনে বীজ আলু বলে বিএডিসিতে সরবরাহ করছে।
জানা গেছে, বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ আলুচাষিদের সার্বিক সহযোগীতা করে বিএডিসি। তাদের উৎপাদিত আলু বীজ হিসেবে সংগ্রহ করে বিএডিসি। চুক্তিবদ্ধ আলুচাষিরা তাদের উৎপাদিত আলু বাইরে বিক্রি করতে পারবে না এবং বাইরের আলু কিনে বিএডিসিতে দিতে পারবে না।
নিয়মানুযায়ী প্রজেক্টের সব আলু উত্তোলন ও বাছাই করে এক জায়গায় জমা করতে হবে এবং বিএডিসির কর্মকর্তাদের পরিদর্শন ও মান যাচাইয়ের পর কেবল মাত্র আলু বিএডিসিতে সরবরাহ করতে পারবেন।
সূত্র জানায়, তানোরে সরনজাই ইউপির ভাগনা প্রজেক্টের লোকজন সাধারণ আলু কিনে তাদের উৎপাদিত আলুর সঙ্গে মিশিয়ে বিএডিসিতে সরবরাহ করছে। তবে, ভাগনা প্রজেক্টের চুক্তিবদ্ধ আলুচাষি ফয়সাল কবির এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু কৃষক শুরু থেকেই তাদের বিরোধীতা করছে।
অন্যদিকে, কৃষক কামরুল ইসলাম, নজরুল ইসলাম ও মতিউর রহমান বলেন, পাঁচন্দর ইউপির যোগীশো প্রজেক্টের লোকজন সাধারণ আলু কিনে তাদের উৎপাদিত আলুর সঙ্গে মিশিয়ে বীজ আলু বলে বিএডিসিতে সরবরাহ করছে। তাদের বিরুদ্ধে এখানোই ব্যবস্থা না নিলে আগামিতে এসব আলুবীজ কিনে কৃষকেরা প্রতারিত হবেন।
তবে, যোগীশো প্রজেক্টের চুক্তিবদ্ধ আলুচাষি গোলাম রাব্বানী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বাইরের কোনো আলু কিনেন না।
এবিষয়ে বিএডিসির উপসহকারী কর্মকর্তা এম মোস্তফা আল সাবারি (০১৭৫০-৭৯৪৯৫৪) বলেন, তাকে ফোনে অনেকে বিষয়টি অবগত করেছে। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোজখবর নিয়ে দেখা হবে। আজকের তানোর