বুধবা, ১৮ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:২২ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইমরুল হকের (নৌকা) বিজয় নিশ্চিত করতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ ফেব্রয়ারী) সোমবার বিকেলে গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রাকিবুল সরকার পাপুলের সভাপতিত্বে ও তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরোর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা আসাদুজ্জামান আসাদ, কাঁকনহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র একেএম আতাউর রহমান, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেওপাড়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান আকতার, তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী ইমরুল হক প্রমুখ।
এছাড়াও জেলা-উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ ১৪ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। আজকের তানোর