রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:০২ am
মো. শাকিল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) : সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ৭ মার্চ সোমবার বেলা ৯টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। বেলা ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নিয়ামতপুর সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাদিরা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ও বিমল চন্দ্র প্রামানিক।
উপসহকারী প্রকৌশলী বজলুর রশীদের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফার ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নূরে আল সিদ্দিকী, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) মতিউর রহমান, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহসভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ ও সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল ও নিজস্ব কার্যালয়ের তৃতীয় তলায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আজকের তানোর