বুধবা, ০৯ অক্টোব ২০২৪, সময় : ০২:৪২ am
তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ইমরুল হকের (নৌকা) পক্ষে গোলাম রাব্বানী ও আব্দুল্লাহ আল-মামুন নির্বাচনী প্রচারণায় নেমে সাধারণ নেতাকর্মীর প্রশ্নবানে জর্জরিত হয়ে তোপের মুখে পড়েন।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, আজ ৭ ফেব্রুয়ারী রোববার রাব্বানী ও মামুন পৌরসভার তালন্দ এলাকায় গণসংযোগ শুরু করে এ সময় কিছু কর্মী-সমর্থক বিক্ষুব্ধ হয়ে তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতীয় সংসদ, জেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে, উপজেলা পরিষদ নির্বাচনে হাতুড়ী প্রতিকে এমনকি মুন্ডুমালা পৌর নির্বাচনে নৌকার বিরুদ্ধে ভোট করেছেন।
সেই আপনারাই এখন তানোরে নৌকার ভোট চাইছেন। এক মুখে কত কথা বলবেন। তবে, তারা এসব কথার কোনো সদোত্তোর না দিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। প্রসঙ্গত, বিগত ২০১৯ সালের ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে কামারগাঁ ইউপির কচুয়া ভোটকেন্দ্রে দুর্বল হাতুড়ি প্রতীকের কাছে নৌকা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়।
অথচ ওই কচুয়া কেন্দ্রেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ভোটার এবং এটা আওয়ামী লীগের দূর্গ। দেশ স্বাধীনের পর যেকোনো নির্বাচনে ওই কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়। কিন্তু উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বেঈমানীর কারণে ইতিহাসে ওই কেন্দ্রে এটাই প্রথম পরাজয় আওয়ামী লীগের।
অপরদিকে, গত ৩০ জানুয়ারী মুন্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চুনিয়াপাড়া কেন্দ্রে ভোট দেন তানোর উপজেলা আ’ওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী এটা তার নিজস্ব ভোটকেন্দ্র ও আওয়ামী লীগের দুর্গ তবে রাব্বানীর বেঈমানীর কারণে ইতিহাসে প্রথম বারের মতো এখানে আওয়ামী লীগের ভরাডুবি হয়।
এসব ঘটনার পর থেকেই তৃণমুলের নেতাকর্মীরা তাদের গণদুশমন আঙ্খা দিয়ে ক্ষুব্ধ হয়ে রয়েছে। এবিষয়ে জানতে চাইলে গোলাম রাব্বানী ও আব্দুল্লাহ্ আল-মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, এসব প্রতিপক্ষের অপপ্রচার। আজকের তানোর