সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫৩ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা হাট বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলামের বিরুদ্ধে তিনজন ব্যবসায়ীর দোকানে জোরপুর্বক তালা দেবার অভিযোগ উঠেছে। জানা গেছে, সম্প্রতি ৫ মার্চ শনিবার সকালে দরগাডাঙ্গা হাট বনিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম পূর্বঘোষণা ব্যতিত হঠাৎ সভা আহবান করেন।
কিন্তু হাটের ব্যবসায়ী মিক কম্পিউটার, পল্লী চিকিৎসক রেজাউল ফার্মেসী ও মা ইলেক্ট্রনিক দোকান বন্ধ রেখে সভায় উপস্থিত না হবার অপরাধে সভাপতি সিরাজুল ইসলাম তার লোকজন নিয়ে সন্ত্রাসী কায়দায় তাদের দোকানে তালা ঝুলিয়ে দেন। এ খবর জানাজানি হলে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এসময় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলে পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে সভাপতি ভোঁ-দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় সাধারণ ব্যবসায়ীরা সভাপতির দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছে।
ওই বাজারের শাহীন কসমেটিকের প্রোপাইটার বলেন, গত ডিসেম্বর মাসে সভাপতি পিকনিকের উদ্যোগ নেয় এবং প্রাড়ে ২২ হাজার টাকা দিয়ে ছাগলের খাসি কেনা হয়। কিন্তু দেশব্যাপী লকডাউন ঘোষনা করা হলে পিকনিক আয়োজন পন্ড হয়ে যায়। তবে, সভাপতি সাধারণ ব্যবসায়ীদের বঞ্চিত করে তাদের চাঁদার টকায় কেনা খাসি দিয়ে তার অনুগতদের নিয়ে ভুরিভোজ করেন। এতে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে সভাপতির মতবিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে সভাপতি নানা অজুহাতে ক্ষুদ্র ব্যবসায়ীদের খবরদারি শুরু করেন।
এবিষয়ে জানতে চাইলে দরগাডাঙ্গাহাট বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মধ্যে কিছু সমস্যার জন্য কমিটির লোকজন নিয়ে তাদের দোকানে তালা দেয়া হয়েছিল। পরে খুলে দেয়াও হয়েছে। আর একটা বাজার ভালভাবে চালাতে গেলে অনেক কিছু করতে হয়।
তাছাড়া তারা কি আপনাদের (সাংবাদিক) কাছে অভিযোগ করেছে তাহলে আপনাদের এতো মাতামাতি কেন ? আপনি কোনো ব্যবসায়ীর দোকানে জোরপুর্বক তালা দিতে পারেন কি না এই প্রশ্নের তিনি কোনো সদোত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে গেছেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিঞা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের তানোর