রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫৯ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে শুরু হয়েছে মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (৪ মার্চ) খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে পরস্পরের মোকাবেলা করে বরেন্দ্র হান্টার ও ম্যাংগো কিংস টিম। ম্যাংগো কিংস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
বরেন্দ্র হান্টার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে ম্যাংগো কিংসকে ১৯০ রানের টার্গেট দেয়।
জয়ের মিশন নিয়ে ম্যাংগো কিংস ব্যাট করতে নামলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে উদ্বোধনী ম্যাচে বরেন্দ্র হান্টার ৪৩ রানে জয় লাভ করে।
খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী কলেজ মাঠে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
আরইউজে সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক দ্বীপ আজাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদ রিপন, কার্যনির্বাহী সদস্য বদরুল হাসান লিটন, আরইউজের সাবেক (প্রতিষ্ঠাতা সভাপতি) সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, বর্তমান সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম তোতা, আনিসুজ্জামান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সামাদ খানসহ রাজশাহীর গণমাধ্যমকর্মীরা। খেলায় স্পন্সর করছে লবঙ্গ চাইনিজ এন্ড ফাস্ট ফুড।