শাহিন সাগর, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুরে কোভিড- ১৯ করোনা ভ্যাকসিনের গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সারাদেশের ন্যায় মোহনপুরেও করোনা ভ্যাকসিন টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয় । আজ (৭ ফেব্রুয়ারী) রোববার সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সম্মুখযোদ্ধা হিসেবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা: আরিফুল কবির ও মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম করোনার প্রথম টিকা নেওয়ার মাধ্যমে গণটিকা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
এসময় করোনার টিকাদান কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানওয়ার হোসেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা: আরিফুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট ডাঃ ইসমাইল হোসেন খাঁন, মেডিকেল অফিসার ডাঃ হাসানুল জাহিদ, ডাঃ রাশেদুল ইসলাম, ডাঃ নাদিম মোস্তফাসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও যারা টিকা নিয়েছেন তারা হলেন, জুনিয়র কনসালটেন্ট ডাঃ ইসমাইল হোসেন খাঁন, মেডিকেল অফিসার ডাঃ হাসানুল জাহিদ, ডাঃ রাশেদুল ইসলাম, ডাঃ নাদিম মোস্তফাসহ ২৯ জন।
ডা: আরিফুল কবির জানান, সারাদেশের ন্যায় আমরাও করোনা টিকাদান কার্যক্রম শুরু করেছি। অনলাইন নিবন্ধনের মাধ্যমে ১৯ ক্যাটাগরিতে এ টিকাদান কর্যক্রম চলবে। ১টি ভায়াল থেকে ১০ জনকে টিকা দেয়া যাবে। মাসে ১২ দিন অর্থাৎ শুক্রবার বাদ দিয়ে প্রতি মাসের প্রথম দুই সপ্তাহ একটানা এ টিকাদান কার্যক্রম চলবে। কোভিড -১৯ করোনা ভ্যাকসিনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
তিনি মোহনপুর উপজেলা বাসির উদ্দেশ্য বলেন, যারা এই টিকা নিতে আগ্রহী তাদেরকে
www.surokkha.gov.bd এই ওয়েব সাইট এ নিবন্ধন করার আহবান করছি।
আজকের তানোর