ইমরান হোসাইন : চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এমন প্রতিপাদ্য বিষয় নিয়ে ওসি কামরুজ্জামান মিয়া মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় জনগণকে স্বপথ বাক্য পাঠ করিয়েছেন। এতে শতস্ফুর্তভাবে উৎসুক জনতা অংশ নেন।
সম্প্রতি বুধবার বিকেলে রাজশাহীর তানোর পৌরসদরের মাদক স্পর্ট হিসেবে পরিচিত ঠাকুরপুকুর ও কালীগন্জ এলাকায় ঝটিকা অভিযান পরিচালনার সময় জনগণকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় শপথ বাক্য পাঠ করানোর সময় উৎসুক জনতাকে পৃথক পথসভায় তানোর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া এসব কথা বলেন।
এসময় তিনি উপস্থিত বক্তব্যে বলেন, যারা মাদক সেবন করেন তারা মাদক ছেড়ে সুন্দর জীবনে ফিরে আসেন নয়তো তানোর ছেড়ে অন্যত্র চলে যান।
মাদকমুক্ত তানোর গড়তে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার পাশাপাশি সকল ধরনের বে-আইনী কর্মকান্ড রোধে সকল পেশার সর্বস্তরের মানুষ পুলিশকে সহায়তার জন্য আহবান জানান ওসি।
এসংক্রান্ত তথ্য তানোর থানার ফেসবুক আইডিতে ছবিসহ পোস্ট বা প্রচার করা হয়।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’
এই শ্লোগানকে সামনে রেখে অদ্য ইং সম্প্রতি ২ মার্চ বিকেল ৪ ঘটিকায় তানোর থানার সকল অফিসার ও ফোর্স নিয়ে থানা এলাকার মাদকের বিভিন্ন স্পটে এক সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। ওই সময় উপস্থিত স্থানীয় জনগনকে মাদকের কুফল সম্পর্কে ও মাদকের বিরুদ্ধে জনগনকে উদ্বুদ্ধ্ব করার জন্য ঠাকুরপুকুর ও কালিগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে জন সমাবেশ করা হয়। আজকের তানোর