রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:১৩ pm
বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তারকাই ব্যঙ্গ-বিদ্রƒপের শিকার হন। কেউ কেউ তো বিদ্রƒপ সহ্য করতে না পেরে সামাজিক মাধ্যম থেকে বিদায়ও নিয়েছেন। অনেক তারকা আবার ট্রলকে পাত্তা দেন না, কেউ আবার বিদ্রƒপকারীদের পাল্টা জবাব দেন। বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর দ্বিতীয় দলের। ম্রুনাল হালে নিজের টুইটারে দিয়েছিলেন শরীরচর্চার ভিডিও।
সেখানেই তাঁর শরীর নিয়ে বিরূপ মন্তব্য করেন একজন। বলেন, ‘আপনার নিতম্ব কলসির মতো।’ উত্তরে অভিনেত্রী অবশ্য দেন শান্তির বার্তাই, ‘ধন্যবাদ ভাইয়াজি। ’ এর খানিক পরেই আরেকজন পরামর্শ দেন, ‘নিতম্ব একটু সরু করুন। ’ উত্তরে অভিনেত্রী বলেন, ‘কেউ এটা [নিতম্ব] পাওয়ার জন্য খরচ করে, কেউ প্রাকৃতিকভাবেই পায়। ’এখানেই শেষ নয়, পরে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘ফিট থাকার জন্য কতটা কঠোর পরিশ্রম করতে হয় কোনো ধারণা আছে আপনার? এটাই আমার শরীর, যা বদলাতে খুব একটা আগ্রহী নই আমি। ’ গেল জানুয়ারিতেই কভিড পজিটিভ হন অভিনেত্রী।
তখনই জানিয়েছিলেন, কভিড তাঁকে শারীরিক ও মানসিকভাবে কিছুটা দুর্বল করে ফেলেছে। সেরে উঠে আগের মতো ফিট হতে শুরু করেছেন ব্যায়াম। কভিডের কারণেই শহিদ কাপুরের সঙ্গে তাঁর নতুন ছবি ‘জার্সি’র মুক্তি স্থগিত হয়ে যায়। ছবিটি এখন ১৪ এপ্রিল মুুক্তি পাবে। সূত্র : পিংকভিলা।