সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০০ am
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকার ৩ শতাধিক দরিদ্র ও মাঝারী খামারীকে বিনামূল্যে গো-খাদ্য প্রদান করা হয়েছে। সম্প্রতি আজ (১ মার্চ) মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব গো-খাদ্য বিতরণ করা হয়।
এসময় তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম ও কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরাদ প্রমুখ।
তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও মাঝারী খামারীরা যাতে করে তাদের ক্ষতি পুষিয়ে নিয়ে স্বাবলম্বী হতে পারে এ প্রত্যাশায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে সহায়তা স্বরুপ বিনামুল্যে এসব গো-খাদ্য প্রদান করা হয়। আজকের তানোর