বৃহস্পতিবর, ১৯ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৯:৫৮ pm

সংবাদ শিরোনাম ::
পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
`পিবিআই’ এত দুঃসাহস দেখালেন কীভাবে : হাইকোর্ট

`পিবিআই’ এত দুঃসাহস দেখালেন কীভাবে : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ার শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যা মামলার তদন্ত নিয়ে আবারও অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। তদন্তে মূল এজাহার আমলে না নেওয়ার পক্ষে পিবিআই কর্মকর্তা মো. শামীম আক্তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আদালত এই অসন্তোষ জানান।

তদন্ত কর্মকর্তার উদ্দেশে হাইকোর্ট বলেন, কীভাবে এ মামলা তদন্ত করতে হবে, সে বিষয়ে উচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা ছিল। কিন্তু তা লঙ্ঘন করে এজাহারকে আমলে না নিয়ে আপনি তদন্ত সম্পন্ন করেছেন। কীভাবে এত বড় দুঃসাহস দেখালেন?

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের দ্বৈত বেঞ্চ গতকাল রবিবার এ মন্তব্য করেন। এর আগে হাইকোর্টের তলব আদেশে হাজিরা দেন তদন্ত কর্মকর্তা শামীম আক্তার। তার আইনজীবী এসএম শাহজাহান আদালতে বলেন, এটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে। এ পর্যায়ে আদালত বলেন, ‘আপনি তো হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেছেন।’

তদন্ত কর্মকর্তা বলেন, ‘আরেকবার সুযোগ দিলে অধিকতর তদন্ত করব।’ আদালত বলেন, ‘আপনি যেভাবে তদন্ত করেছেন, তাতে আসামিদের সাহায্য করে মামলার বাদীকে ক্ষতিগ্রস্ত করেছেন। যেখানে হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, সেটি লঙ্ঘন করে আপনি মনগড়া তদন্ত করেছেন। কেন এতবড় দুঃসাহস দেখিয়েছেন?’

পুঠিয়ার সড়ক ও পরিবহন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন নুরুল ইসলাম। নির্বাচনের ফল কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বীরা ২০১৯ সালের ১০ জুন তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের মেয়ে নিগার সুলতানা আটজনের নাম উল্লেখ করে পুঠিয়া থানায় এজাহার দাখিল করেন। কিন্তু সেই এজাহারটি লিপিবদ্ধ না করে ওই থানার তৎকালীন ওসি সাকিল উদ্দিন আহমেদ ছিঁড়ে ফেলেন।

পরে সাদা কাগজে বাদীর সই রেখে নিজেরাই একটা এজাহার বানিয়ে তা থানায় লিপিবদ্ধ করেন যা পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে গঠিত বিচারিক অনুসন্ধান কমিটির তদন্তে বেরিয়ে আসে। একই সঙ্গে ২০১৯ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন্সকে (পিবিআই) নির্দেশ দেয়। সেই সঙ্গে হাইকোর্ট বলেন, আদালত প্রত্যাশা করে যে পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার মামলাটি তদন্ত তদারকীতে বিশেষ ভূমিকা রাখবেন।

পিবিআইকে তদন্তকালে সংবাদদাতার মূল এজাহারের বর্ণনা, রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধান রিপোর্ট ও ওই অনুসন্ধান কার্যক্রমে সাক্ষীদের সাক্ষ্য বিবেচনায় নেওয়ার নির্দেশ দেওয়া হলো। কিন্তু হাইকোর্টের এ নির্দেশনা না মেনেই তদন্ত সম্পন্ন করেন তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের শামীম আক্তার। এই মামলার আসামি আবুল কালাম ওরফে আবু জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ওই জামিন আবেদনের শুনানিকালে হাইকোর্ট নির্দেশনা না মেনে তদন্ত করার বিষয়টি দেখতে পান। এর পরই তদন্ত কর্মকর্তাকে তলবের পাশাপাশি এ বিষয়ে তার ব্যাখ্যা চাওয়া হয়। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.