রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৪৪ am
শাকিল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) : পুলিশি সেবা সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে বিট পুলিশিং। সাধারণ মানুষের আর্থিক ও শারীরিক কষ্ট দূর করার জন্য প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে এ বিট পুলিশিং কার্যালয় রয়েছে। যেখানে যে যেকোন সাধারণ মানুষ ছোট খাট সেবা যেমন- সাধারণ ডায়েরী (জিডি), ছোট খাট অভিযোগ করার জন্য আর উপজেলা সদরে থানায় না গিয়েও বিট পুলিশিং কার্যালয়ে সেবা পাবেন।
সম্প্রতি আজ ২৬ ফেব্রুয়ারী শনিবার বেলা সাড়ে ৪টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নওগাঁর নিয়ামতপুর থানার উদ্যোগে বিট পুলিশিং সভায় নওগাঁ জেলা পুলিশ সুপার ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান বিপিএম প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীমন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম বুলু, নবনির্বাচিত চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিমুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জিএম, যুগ্ন সম্পাদক হাবিবুর রহমান, বিট পুলিশিং শ্রীমন্তপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মজিবর রহমানসহ বর্তমান ও নবনির্বাচিত ইউপি সদস্যবৃন্দ। আজকের তানোর