মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪৫ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের সব প্রার্থীই বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার ভোটগ্রহণের পর রাতে ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য’ প্যানেল মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কাসেম। আর সাধারণ সম্পাদক হয়েছেন পারভেজ তৌফিক জাহেদী। তিনি টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।
এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ মনোনীত সভাপতি-সাধারণ সম্পাদক প্রার্থীসহ সবাই পরাজিত হয়েছেন। ভোট গণনা শেষে রাতে নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম সেলিম নির্বাচনের এ ফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন- সহ-সভাপতি একেএম মিজানুর রহমান, মাহবুবুল ইসলাম ও আবু মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) মুহাম্মদ আতিকুর রহমান ইতি ও যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ তহবিল) নূর-এ-কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক আজিমুশ সান উজ্জ্বল, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক মোজাম্মেল হক (২) এবং ম্যাগাজিন ও কালচার সম্পাদক রজব আলী।
এছাড়া বিজয়ী নয়জন সদস্য হলেন- আফতাবুর রহমান, সাইদুর রহমান তালুকদার, আমজাদ হোসেন (৩), রাকিবুল ইসলাম রাকিব, হাসানুল বান্না সোহাগ, অলিউল ইসলাম, সেকেন্দার আলী, আব্দুল বারী ও নূসরাত মেহেজেবীন সুমি।
বৃহস্পতিবার এক নম্বর বার ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ করা হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩৮ জন। এদের মধ্যে ৬০৫ জন ভোট দেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে অ্যাডভোকেট মনোয়ারুল ইসলাম ও অ্যাডভোকেট শামীম হায়দার দারা দায়িত্ব পালন করেন।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সেলিম জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। আজকের তানোর