সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৯ am
ওবাইদুর রহমান সুজন, তানোর :
রাজশাহীর তানোরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নারীর অধিকার প্রতিষ্ঠায় ‘তথ্য অধিকার আইন’ শিরোনামে দেশব্যাপী রচনা প্রতিযোগিতায় মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল-কলেজ ও মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে ‘এসিডি’ নামের এক সংস্থা।
সম্প্রতি আজ (২৩ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির কাঁঠালপাড়া উচ্চ বিদ্যালয় চত্বরে এ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা পর্যায়ে বিজয়ী অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী মোসা. রুমি আক্তারকে শ্রেষ্ঠ পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে এসিডির প্রোগ্রাম অফিসার কৃষ্ণা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঁঠালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক, স্কুলের শিক্ষার্থী, ইয়ুথ ফোরামের সদস্য কুলসুম খাতুন ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় এসিডির প্রোগ্রাম অফিসার কৃষ্ণা বিশ্বাস বলেন, তথ্য অধিকার আইনের মূল উদ্দেশ্য হলো নাগরিকদের ক্ষমতায়ন ঘটানো। সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। দুর্নীতি প্রতিহত করা। সর্বোপরি রাজনৈতিক ব্যবস্থাটি যাতে জনগণের স্বার্থে কাজ করে, তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, সংবিধানের সপ্তম অনুচ্ছেদে উল্লেখ আছে যে, জনগণই হবে প্রজাতন্ত্রের মালিক। এই অনুচ্ছেদের আলোকে তথ্যের মালিক জনগণ। জনগণের তথ্য-অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিতকরণ। দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানে মৌলিক অধিকার রূপে স্বীকৃত চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতার অধিকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তথ্যপ্রাপ্তির অধিকার সুনিশ্চিত করতে তথ্য অধিকার আইন- ২০০৯ জাতীয় সংসদ কর্তৃক গৃহীত হয়।
পরিশেষে কৃষ্ণা বিশ্বাস বলেন, এসব প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তথ্য অধিকার আইন জনগণের মৌলিক অধিকার রক্ষার্থে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে সহায়ক হতে পারে। নারীরা বিভিন্ন মাধ্যম থেকে তথ্যপ্রাপ্তির মাধ্যমে নিজেদের ক্ষমতায়ন করতে পারেন। আজকের তানোর