মঙ্গবার, ২৬ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩৪ am
সংবাদ বিজ্ঞপ্তি : নতুনধারা বাংলাদেশ এনডিবির ‘কথার তারকা’ বক্তৃতা প্রতিযোগিতার সময় এক মাস বাড়িয়ে আগামী ২৪ মার্চ পর্যন্ত করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টায় তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে এক অনলাইন আলোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানান ধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।
এসময় ধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনীতিকে যেন আর ঘৃণা না করে, সেই লক্ষ্য থেকে ‘কথার তারকা’র আয়োজনটি সত্যিই অসাধারণ। সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা জানান, প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা’র পক্ষ থেকে বিজয়ী ৩ জনকে দেয়া হবে যথাক্রমে ১০, ৮, ৫ হাজার টাকার বই, নতুনধার পক্ষ থেকে ৫ শত টাকার প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র।
২৪ মার্চের মধ্যে দেশের যে কোন নাগরিক দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিসহ চলমান সংকট-সমস্যার সমাধান নিয়ে সর্বোচ্চ ৫ মিনিটের বক্তব্য ভিডিও করে মোমিন মেহেদী’র ভেরিফায়েড পেইজ https://www.facebook.com/
উল্লেখ্য, নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে সকল শর্ত মেনে নিবন্ধনের আবেদন করা হয়। সূত্র : [email protected]