রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:২১ pm
ক্রীড়া ডেস্ক : রাত পোহালেই মাঠের লড়াই শুরু। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।
কাগজে কলমে আফগানদের তুলনায় একধাপ এগিয়ে বাংলাদেশ। অতীত সমীকরণ কথা বলছে টাইগারদের হয়ে। কিন্তু মাঠের লড়াইয়ের আগে হলফ করে বলা মুশকিল কে জিতবে?
বাংলাদেশ সমীকরণে এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে পিছিয়ে নেই আফগানিস্তান। যুদ্ধ বিধ্বস্ত আফগান দলটি ক্রিকেটে পা রাখার পর থেকেই দারুণ খেলছে। এশিয়ার ছোট দল হয়েও চোখ রাঙ্গাচ্ছে বড় বড় দলগুলোকে।
ওয়ানডেতে অতীতের ৮ দেখায় ৫টিতে জয় পেয়েছে বাংলাদেশ। আর তিন ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। দুই দলের সাক্ষাতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ২৭৯/৮ রান। আর আফগানিস্তানের সংগ্রহ ২৫৮ রান।
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল ২৭৩ আর আফগানিস্তানের হাসমতউল্লাহ ২২৬ রান।
বল হাতে সফল সাকিব। তিনি আফগানিস্তানের ১৮ উইকেট শিকার করেছেন। আফগানিস্তানের সফল বোলার মোহাম্মদ নবি। তিনি টাইগারদের ১২ উইকেট শিকার করেন।