সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৪৭ am
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউপিতে সকল ধরনের অপরাধ দমনে তানোর থানার ৭ নম্বর বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চলতি মাসের ২২ শে ফেব্রয়ারি মঙ্গলবার তালন্দ ইউপির লালপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন- মাদক, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, চুরি, ছিনতাই ডাকাতিসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, পুলিশ জনগনের বন্ধু। জনগনের যান-মাল নিরাপত্তায় সর্বদায় নিয়োজিত পুলিশ বাহিনী। তাই জনগণের সহযোগিতা নিয়ে তানোর থানাকে অপরাধ মুক্ত মডেল থানা গড়তে চাই আমরা। এজন্য সমাজে ন্যায়-নিষ্ঠাবান ভালো মানুষের প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম। তালন্দ ইউপি বিট পুলিশ অফিসার এসআই আমিরুল ইসলাম, তালন্দ ইউপি মেম্বার হাসান আলী ও গ্রাম পুুলিশসহ স্থানীয় সুশীল সমাজের বিপুল সংখ্যক সাধারণ জনগণ। আজকের তানোর