রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:০৯ am
নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে নগরীর ভুবনমোহন পার্কে পুষ্পস্তবক অর্পণ, বিকেলে সাহেব বাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও নীরবতা পালন এবং অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদানের মধ্য দিয়ে এ দিবস পালন করে সংগঠন দুটি।
এতে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক পরিবারের সদস্য ও সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধ প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল।
এ সময় মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সদস্য আরিফুল ইসলাম, আল-আমিন হোসেন, জামি রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান বলেন, ভাষাশহীদদের পথ অনুসরণ করে মাতৃভাষার সম্মান রক্ষা করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে দেশের মানুষের কল্যাণ্যে। আজকের তানোর