রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৯ am
ডেস্ক রির্পোট : নওগাঁর মান্দায় ইউপি নির্বাচনে সহিংসতার মামলায় গনেশপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরীসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ বিচারক বিকাশ কুমার বসাক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন- মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ও গনেশপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, তার ছেলে সাব্বির চৌধুরী, শাহ আলম চৌধুরী বকুল এবং মেহেদী হাসান মিঠুন। এ সময় অপর দুই আসামি রশিদুল ইসলাম চৌধুরী ও নাজিম উদ্দিন মণ্ডলকে জামিন দেওয়া হয়।
আসামি পক্ষের আইনজীবী বিশ্বজিৎ কুমার বলেন, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতার মামলায় এজাহারভুক্ত ৫৪ আসামি একই আদালত থেকে জামিন নিয়েছেন। বাকি ছয় আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তাদের মধ্যে চারজনের জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠায় এবং অপর দুই আসামিকে জামিন দেওয়া হয়।
উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের দিন গনেশপুর ইউনিয়নে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর আট কর্মী-সমর্থক আহত হন। তাদের মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী ইমরান হোসেন রানা চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সংঘর্ষের ঘটনায় নৌকার প্রার্থীর কর্মী আবদুল হামিদ বাদি হয়ে ১২ নভেম্বর রাতে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামসহ ৬০ জনের নামে মামলা করেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থীর কর্মী ইমরান হোসেন রানার মৃত্যুর ঘটনায় তার মা রেজিয়া পারভীন বাদি হয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডলসহ ১০৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। আজকের তানোর