রবিবর, ২২ েপ্টেম্বর ২০২৪, সময় : ১০:৩৬ pm

সংবাদ শিরোনাম ::
দেশের তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু ভারতীয় সঞ্চালন লাইনে নেপাল থেকে বিদ্যুৎ আনছে সরকার ট্রাইব্যুনাল গঠন ও ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন নাচোলে গুজব প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠতি অনলাইনে সরব, মাঠে নীরব আ.লীগ তানোর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, প্রতিক বরাদ্দ ঢালাও মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে : আসিফ নজরুল মোহনপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত মসজিদের বিশেষ আদব ও শিষ্টাচার : হাফিজ মাছুম আহমদ দুধরচকী মোহনপুরে আ.লীগের সভাপতি অ্যাডভোকেট সালাম গ্রেপ্তার, মিষ্টি বিতরণ দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন
‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননা পেলেন রাজশাহীর পাঁচ নারী

‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননা পেলেন রাজশাহীর পাঁচ নারী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জয়িতা অন্বেষণে বাংলাদেশ ২০২২ সালের শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

রোববার রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এমপি ফজিলাতুন নেসা ইন্দিরা।

বিভাগীয় পর্যায়ে বিজয়ী শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা সিরাজগঞ্জ সদরের সানজিদা আক্তার শিমু, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা রাজশাহী মহানগরীর সপুরা এলাকার ড. হোসনে আরা আরজু, সফল জননী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন বগুড়ার নন্দীগ্রামের বুলবুলি রানী বর্মণ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করে এই ক্যাটাগরিতে জয়িতা হয়েছেন বগুড়ার ধুনটের ফৌজিয়া হক বীথি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে জয়িতা হয়েছেন পাবনা সদরের কামরুন নাহার।
প্রতিমন্ত্রী বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। আর নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত এ দেশকে শুধু পুনর্গঠনই করেননি, নারীর অধিকার নিশ্চিত করেছেন। স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত নারীদের বীরাঙ্গনা উপাধি দিয়ে সংবিধানের মাধ্যমে নারীদের অধিকার নিশ্চিত করেছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ার শীর্ষে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি ক্ষেত্রে এখন নারীদের সমান বিচরণ। করোনাকালেও নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। ৬৪ জেলায় নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। করোনাকালে ১০ লাখ ৪০ হাজার নারীকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগে উদ্যোক্তাদের জন্য স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে।

আর জীবন সংগ্রামে অদম্য জয়িতাদের জন্য প্রতিটি বিভাগে ১০ তলা ভবনের পরিকল্পনা নেওয়া হয়েছে; যা দ্রুতই বাস্তবায়ন হবে। এছাড়া কর্মজীবী  ও পিছিয়ে পড়া নারীদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আর জয়িতা সম্মাননার মাধ্যমে অন্য নারীরাও উৎসাহ-উদ্দীপনা পাচ্ছেন বলে জানান প্রতিমন্ত্রী।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার (এনডিসি) ড. জিএসএম জাফরউল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন- মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার।

এছাড়া রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন আক্তার রেনী, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার সাজিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.