সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৮ am
ইমরান হোসাইন : রাজশাহীর তানোরে ১টি অস্ত্র মামলাসহ ৫টি মাদক মামলার আসামি চৌবাড়িয়া এলাকার মাদকের গডফাদার মালশিরা গ্রামের সিরাজ মন্ডলের পুত্র খোকন (৩৩) ও তার সহযোগী পারিশো গ্রামের এমরুল কাশেমের পুত্র ফরহাদ আলীকে (২৫) নয় বোতল ফেন্সীডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি আজ (১৯ ফেব্রুয়ারী) শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া সংগীয় ফোর্সসহ মালশিরা এলাকা থেকে ফেন্সীডিলসহ তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করেন।
এঘটনায় তানোর থানার এসআই নিজাম উদ্দীন বাদি হয়ে ২জনকে আসামি করে তানোর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই মাদক ব্যবসায়ীরা এলাকায় মাদকসহ ফেন্সীডিলের ব্যবসা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানাধীন কামারগাঁ ইউনিয়নের পারিশো মৌজাস্থ দূর্গাপুর উচ্চবিদ্যালয়ের মেইন গেটের সামনে পাকা রাস্তার উপরে ৯ বোতল ফেন্সীডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গ, এই মামলার ২ নম্বর আসামি খোকনের বিরুদ্ধে ১টি অস্ত্র আইনের ও ৪টি মাদকদ্রব্য আইনের মামলাসহ ৫টি মামলা সংশ্লিষ্ট আদালতে বিচারাধীন রয়েছে। আজকের তানোর