রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪২ am
সংবাদ বিজ্ঞপ্তি : জাতীয় সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনড্ডা-১১০ তম আড্ডায় বক্তারা বলেছেন, সাংস্কৃতিকধারা দুর্নীতির বিরুদ্ধে কলমযুদ্ধ করছে। এই যুদ্ধ যারা করতে পারে না, তারা শত্রুতা করে দুর্নীতি বিরোধী সাহিত্য-সাংস্কৃতিক ব্যক্তিদের সাথে।
১৮ ফেব্রুয়ারি সকাল ১০ টায় অনুষ্ঠিত পল্টনাড্ডায় প্রধান অতিথি ছিলেন অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান কবি-সংবাদযোদ্ধা আইয়ুব রানা। সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিকধারার সহ-সভাপতি কবি আলতাফ হোসেন রায়হান। লেখা ও কথায় অংশ নেন কথাশিল্পী শান্তা ফারজানা, কবি-কথাশিল্পী সালাহ্ উদ্দিন আমির, হুমায়ুন কবির জীবন, মোমিন মেহেদী, রবিউল আশরাফ, ফয়জুন্নেসা সাগরিকা প্রমুখ।
জাতীয় সাংস্কৃতিকধারার পক্ষ শান্তা ফারজানা বলেন, স্বপ্নালোক চলতি সংখ্যায় লেখা আহবান করা হয়েছে। লেখা পাঠাতে হবে সুতুনি ফ্রন্টে [email protected]. প্রকাশিত লেখার মধ্য থেকে শ্রেষ্ঠ ১০ লেখক পাবেন স্বপ্নালোক-এর বিশেষ পুরস্কার। সূত্র : [email protected]