শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ১১:৩৯ pm

সংবাদ শিরোনাম ::
দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ
লোকসানের মুখে রাজশাহীর চাষিরা, বিশকেজি আলুতে ১ লিটার তেল

লোকসানের মুখে রাজশাহীর চাষিরা, বিশকেজি আলুতে ১ লিটার তেল

আর কে রতন, বিশেষ প্রতিবেদক : আলু চাষ করে ন্যায্যমূল্য না পেয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর কৃষকরা। উৎপাদন খরচ উঠে আসা তো দূরের কথা, উল্টো বিঘাপ্রতি ৫ থেকে ৮ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে চাষিদের।

কৃষকরা  আক্ষেপ করে বলেন, বর্তমান বাজারে আধামণ (২০ কেজি) আলু বিক্রি করে কিনতে হচ্ছে এক লিটার সয়াবিন তৈল। তাদের দাবী অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীরও দর নাগালের বাহিরে।

জেলা কৃষি বিভাগ বলছে, আলু চাষের বীজ ও সারসহ প্রয়োজনীয় সামগ্রী সঠিক সরবরাহ ছাড়াও আবহাওয়া অনুকুল থাকায় চলতি মুওসুমে রাজশাহী অঞ্চলে আলুর ফলন বৃদ্ধি ও চাষাবাদ বেড়ে যাওয়ায় আলুর দাম কিছুটা কমেছে। তবে, সংশিষ্ট বিভাগের দাবী আলু সংরক্ষণ করে কিছুদিন পরে বাজারজাত করতে পারলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন বলে ধারণা সংশ্লিষ্ট কৃষি বিভাগের।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর তানোর উপজেলার গোকুল গ্রামের কৃষক আফজাল হোসেন। এবার দুই বিঘা জমিতে কার্ডিনাল জাতের আলুচাষ করেছেন। প্রতি বিঘায় প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। স্বপ্ন ছিল আলু বিক্রি করে জমিতে বোরো ধান রোপণ করবেন। কিন্তু সেই স্বপ্ন অসময়ের বৃষ্টিতে কিছুটা ভেসে গেছে। চলতি মাসের শুরুর দিকে হঠাৎ বৃষ্টিতে আলুক্ষেতে পানি জমে। এরপর আলুতে পচন ধরে। বাজারেও কমে গেছে আলুর দাম।

মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামের আলু চাষি জফির উদ্দিন বলেন, ‘প্রতি বিঘা আলু চাষে যে পরিমাণ উৎপাদন খরচ হয়েছে তার চেয়ে বেশি লোকসান গুনতে হচ্ছে। কারণ এখন আলুর দাম নেই বললেই চলে। প্রতি মণ আলু পাইকারি বিক্রি হয় ৩৫০ টাকা। পরিবহন খরচ ও আড়ত খরচ বাদে ৩০০ টাকা থাকে। ২০ কেজি আলু বিক্রি করেও (১৫০ টাকা) ১৭০ টাকায় এক লিটার সয়াবিন তেল কেনা যাচ্ছে না।’

একই কথা জানান, তানোর উপজেলার গ্রামের মানিককন্যা গ্রামের তরুণ আলুচাষি আনোয়ার হোসেন। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘৪০ শতক জমিতে আলু চাষ করার পরে ফলন দেখে আশা ছিল ভাল লাভ হবে। গত মাসের হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে আলুতে পচন ধরে। পরে সেচ দিয়ে পানি বের করে দেওয়া হয়। এখন ৩০০ টাকা মণ আলু বিক্রি করতে হচ্ছে। তারপরও ক্রেতা নেই। তিনি কষ্ট প্রকাশ করে  বলেন, ‘২০ কেজি আলু বিক্রি করে একদিনের সবজির বাজার করা সম্ভব হচ্ছে না। তাই আগামী  বছর আমি আর আলু চাষ করবো না।

আলু চাষ করে বিপদে পড়েছেন বাগমারা উপজেলার ফুলপুর গ্রামের নারায়ন চন্দ্র। তিনি বলেন, গত বছর আলু প্রথম দিকে বিক্রি করে লোকসান গুণতে হয়েছে। এবার আবার অনেক ৩ বিঘা জমিতে আলু চাষ করেছি। আশা করেছিলাম এবার ভাল দরে বিক্রি করে গতবারে লোকসানের ঘাটতি তুলবো। কিন্তু বাজারে এখন আলুর দাম-ই নেই। তাই  আলু তুলে করে উৎপাদন খরচ তো দূরের কথা, উল্টো প্রতি বিঘায় পাঁচ থেকে সাত হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।

কৃষকরা যাতে আলুর ন্যায্যমূল্য পান সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন দূর্গাপুর উপজেলা সুখানদিঘির আনিসুর রহমান। তিনি বলেন, ঢাকা শহরে এখনো আলুর দাম বেশি। সরকারিভাবে আলু বাজারজাত করার ব্যবস্থা করলে কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজশাহী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. উম্মে ছালমা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলন বেশ ভালো হয়েছে। তবে, আলুর দাম নিয়ে কৃষকরা হতাশায় আছেন। আলু সংরক্ষণ করে বাজারজাত করতে পারলে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.