বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৮ am

সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা, যা বলছেন মেলানিয়া নেপালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা তানোরে টিসিএফের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রাজশাহীতে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার দুর্গাপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা একাদশে শামসুন্নাহার জুনিয়রকে নিয়ে নামছে বাংলাদেশ দুইদিন পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক রাজশাহীসহ ৮ জেলায় নতুন জেলা প্রশাসক রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ মোহনপুরে সাংবাদিকদের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রচারণা পুলিশ কর্মকর্তা বিজয়-উৎপলকে পেলে মিলবে ডা.কাজেম খুনের রহস্য নগরীতে ১০ পুলিশসহ ৫২ জনের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর মামলা দুর্গাপুরে শ্যামপুরবাসীর উদ্যোগে তাফসিল কুরআন মাহফিল রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালী-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন ভিপি নুর ২০ জন আওয়ামীপন্থি সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া গুলি উদ্ধার রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নগরীতে সড়ক দূর্টনায় শিশুর মৃত্যু, ছাত্র-জনতা বাস ভাঙচুর তানোরে জামায়াতে ইসলামীর আলোচনা ও প্রতিবাদ সভা
মসজিদ মিশন একাডেমীতে আর দুর্নীতি করার সুযোগ নেই : বাদশা

মসজিদ মিশন একাডেমীতে আর দুর্নীতি করার সুযোগ নেই : বাদশা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মসজিদ মিশন একাডেমীতে বিপুল পরিমাণ অর্থ লুটপাটের চিত্র উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে। সেই প্রসঙ্গ তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, প্রতিষ্ঠানটিতে আর দুর্র্নীতি করার কোন সুযোগ নেই।

রোববার মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজ একাডেমীর রাজশাহী নগরীর বড়কুঠি শাখায় শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন। ব্যাংকিং কার্যক্রমের সহযোগিতা করছে আল-আরাফাহ ইসলামি ব্যাংক। এখন থেকে প্রতিষ্ঠানটির সবকিছুর হিসাব ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে।

উদ্বোধনের পর রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ডিজিটাল ব্যাংকিং সেবা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সেবায় স্বচ্ছতা জবাবদিহিতা থাকে। কোন দুর্নীতি করার সুযোগ থাকে না। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় এই শিক্ষাপ্রতিষ্ঠানের উপর নিরীক্ষা পরিচালনা করে। সেসময় প্রতিবেদন দেয়া হয়েছিল- এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। এখন থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানে আর কোন দুর্নীতি করার সুযোগ নেই। এই শিক্ষাপ্রতিষ্ঠান চলবে সৎ ও সঠিক পথে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্র্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহী শহরের ৯৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন অব্যাহত আছে। রাজশাহীতে বেশি কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবন করা হয়েছে। মসজিদ মিশন একাডেমীও বাদ যাবে না। এই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য নিয়মের মধ্যে যা করার দরকার সবই করা হবে। তিনি বলেন, সরকার এখন কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা কর্মজীবনে খুব গুরুত্বপুর্ণ। এই শিক্ষা নিলে কোন বিফলে যাবে না। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষার্থীদের মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ মিশন একাডেমীর অধ্যক্ষ নুরুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন আল-আরাফাহ ব্যাংকের জৈষ্ঠ্য সহ-সভাপতি নাজমুল হুদা, মসজিদ মিশন একাডেমী পরিচালনা কমিটির সভাপতি খন্দকার হাবিবুর রহমান।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.