সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৩ am
ইমরান হোসাইন : রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নে বিট পুলিশিং বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সম্প্রতি ১৩ ফেব্রুয়ারী রোববার ইউপি এলাকার বিল্লী বাজারে তানোর থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, তানোর থানার ওসি (তদন্ত) উসমান গণি ও কলমা ইউপির বিট ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম প্রমুখ।
এসময় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অপরাধীর কোনো পরিচয় নাই তার একটাই পরিচয় সে অপরাধী। তিনি আরেও বলেন, পুলিশের একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করা কঠিন। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আজকের তানোর