শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২১ pm
নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে শিশুর জন্ম গ্রহণের পরপরই ফুল এবং জন্ম নিবন্ধন ফরম নিয়ে নবজাতকের বাড়ি ছুটে গেলেন মেয়র। পৌর নাগরিকদের মাঝে জন্ম নিবন্ধনকে উৎসাহিত করতে ব্যতিক্রমী এ উদ্যোগ হাতে নিয়েছেন তিনি।
রোববার সন্ধ্যার আগে বারইপাড়া মহল্লায় সদ্যভূমিষ্ঠ নবজাতকের বাড়িতে ছুটে যান তিনি।
জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের বারইপাড়া মহল্লায় আব্দুল মতিনের মেয়ে মিম আক্তার রোববার সন্তানের জন্ম দেন। খবর পেয়ে তাৎক্ষণিক ফুল এবং জন্ম নিবন্ধন ফরম নিয়ে মিম আক্তারের বাড়িতে ছুটে যান মেয়র। সেখানে গিয়ে সদ্যভূমিষ্ঠ সন্তানের মা মিম আক্তারকে ফুলের শুভেচ্ছা দেন এবং নবজাতকের জন্ম নিবন্ধন করতে একটি ফরম তুলে দেন।
এ সময় তার স্ত্রী সেলিনা সুলতানা, স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক রফিক উদ্দিন, সহকারী অধ্যাপক শামীম সরকার ও পৌর কর্মচারীরা তার সঙ্গে ছিলেন।
এ বিষয়ে মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন বলেন, জন্মের ৪৫ দিনের মধ্যেই শিশুর জন্ম নিবন্ধন করার নিয়ম রয়েছে। কিন্তু তিনি তার পৌর এলাকার শিশুদের জন্মের প্রথম দিনেই নিবন্ধন বাস্তবায়ন করতে চান। সেই কারণেই নবজাতকের বাড়িতে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন এবং এ কার্যক্রম অব্যাহত রাখতে চান। আজকের তানোর