সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৪ am
ইমরান হোসাইন :
প্রথম কন্যা সন্তানের বাবা হলেন রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ। সম্প্রতি গেলো ১০ ফেব্রুয়ারী ইউএনও’র স্ত্রী অসমিতা দেবনাথ পেটের ব্যথা অনুভব করেন। এসময় তাঁকে দ্রুত রাজশাহী নগরীর মেডিপ্যাথ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ওই হাসপাতালে ভর্তি অবস্থায় গত (১১ নভেম্বর) শুক্রবার সকাল ১০টা ১১ মিনিটে ফুটফুটে এই কন্যা সন্তানের জন্ম দেন স্ত্রী অসমিতা দেবনাথ। বর্তমানে মা ও নবাগত সন্তান দু’জনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
সন্তানের বাবা হবার বিষয়ে ফোন দেয়া হলে এপ্রতিবেদককে খুশির খবরটা জানান ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথ। তিনি বলেন, প্রথম কন্যা সন্তানের বাবা আমি। এজন্য সৃষ্টিকর্তার পরে আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও চিকিৎসকসহ সবার উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে বাবা হওয়ার অনুভূতি জানিয়ে ইউএনও আর জানান, বাবা হওয়ার অনুভূতিটা আসলেই একটি অদ্ভুত স্বর্গীয় অনুভূতি। সিজারিয়ান অপারেশন নিয়ে খুবেই ভয়-দুশ্চিন্তা ও হতাশ ছিলাম।
তবে, সন্তানের মুখটি দেখে সকল হতাশা দূর হয়ে গেছে। আমার মেয়েই দুই নয়নের আলো। সবাই ওদের মা-মেয়ে জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে। কিন্তু মেয়ের নাম রাখার বিষয়ে ধর্মীয় রীতি-নীতি মেনেই দ্রুতই সিদ্ধান্ত নেয়ার কথা জানান ইউএনও। আজকের তানোর