রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:০৩ pm
বিনোদন ডেস্ক : বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। তার অভিনীত প্রতিটি সিনেমায় দর্শকের নজর কেড়েছেন। তবে নায়িকার সাফল্যের পথটা মসৃণ ছিল না। নানা চড়াই-উতরাই পেরিয়ে বলি পাড়ায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি।
নায়িকার বয়স তখন ১৭ বা ১৮ হবে। মুম্বাইয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না মোটেই। সে সময় বাড়ি ভাড়া, খাওয়ার খরচ জোগাতে হিমশিম খেতে হত তাকে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারার ভয় তাড়িয়ে বেড়াতো ম্রুনালকে। জীবনযুদ্ধে লড়াই করা এই নায়িকা এক পর্যায়ে একাধিক বার নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের সেই স্মৃতিচারণ করলেন ম্রুনাল।
তিনি বলেন, আমি ভাবতাম, ভালো কাজ না করতে পারলে জীবনে কিছুই করতে পারব না। ভেবেছিলাম বয়স ২৩ হতেই আমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। এরপর সন্তানের জন্ম দিতে হবে। কিন্তু এগুলো আমি করতে চাইনি।
ম্রুনাল জানান, খুব অল্প বয়স থেকেই নানা জায়গায় অডিশন দিতে শুরু করেছিলাম। প্রত্যাখ্যাত হয়ে অনেক সময় সাহস হারিয়েছি। তবে দমে যাইনি। নিজের লক্ষে পৌঁছাতে চেষ্টা চালিয়েছি।
আত্মহত্যার সিদ্ধান্তে নায়িকার ভাষ্য, আমি লোকাল ট্রেনে যাতায়াত করতাম। অনেক সময় চলন্ত ট্রেনের দরজার সামনে দাঁড়াতাম। ভাবতাম ট্রেন থেকে ঝাঁপ দেব।
প্রসঙ্গত, প্রথমে মডেলিং, তারপর ছোট পর্দায় কাজ শুরু করেন ম্রুনাল। সেখান থেকে এক লাফে বলিউডে জায়গা করে নিয়েছেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘সুপার থার্টি’ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। হৃতিক রোশন (সুপার থার্টি), জন আব্রাহাম (বাটলা হাউস), ফারহান আখতারের (তুফান) মতো অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন ম্রুনাল। খুব শিগগির শহিদ কাপুরের বিপরীতে ‘জার্সি’ সিনেমায় দেখা যাবে তাকে।